সিনথিয়া হোসেন

প্রশাসক
01739666
meherparaup@gmail.com
সুধী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, স্মার্ট ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি নরসিংদী জেলাধীন নরসিংদী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নকে স্মার্ট নাগরিক সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ডাটাবেইজ ও সেবা প্রদান কার্যক্রম শুরু করলাম। বর্তমানে আমি অত্র ইউনিয়নের সকল হোল্ডিং নাম্বার ও ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নাম্বার QR কোড যুক্ত স্মার্ট কার্ড সিস্টেম করেছি। যার ফলে আমি এবং আমার এলাকার সকল জনগণসহ সারা দেশের মানুষ মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সকল খানার খবর ঘরে বসে নিতে পারবে। আমাদের ইউনিয়নের সকল নাগরিক meherparaup.com এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের সকল নাগরিক সেবা ঘরে বসে আবেদন করতে পারবে, বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে, আবেদন কপি সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য কর্তৃক সত্যায়িত করে নিয়ে আসলে, পরিষদ দ্রুত নাগরিক সেবা প্রদান করতে পারবে।